Site icon Jamuna Television

সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীকে তার ৭৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ছবি: এনডিটিভি।

জন্মদিনে সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৯ ডিসেম্বর) সাবেক কংগ্রেস সভাপতির ৭৮তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেন এ বিজেপি নেতা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, জন্মদিনের শুভেচ্ছা বার্তায় তিনি সোনিয়া গান্ধীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর টুইট বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চর্চা।

দুই পার্টির ভিতরে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও এর মধ্য দিয়ে পারস্পারিক সৌজন্যতা ফুটে উঠেছে বলে মনে করছেন তারা। মোদি ছাড়াও সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে, শশী থারুরসহ অনেক প্রবীণ নেতা।

/এআই

Exit mobile version