Site icon Jamuna Television

নির্বাচন ইস্যুতে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বৈঠক করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ২০ দলের শরিকরা অংশ নেন। জানা গেছে, শনি কিংবা রবিবারে বিএনপির জনসভা, জাতীয় ঐক্য, খালেদা জিয়ার মুক্তি আর নির্বাচন ইস্যুতে আলোচনা করেন তারা।

এ ছাড়া দাবি আদায়ে সংলাপের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে ২০ দলের সমন্বয়ক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

Exit mobile version