Site icon Jamuna Television

দুর্ভিক্ষ নিয়ে সরকারের বার্তা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা: রিজভী

বিনা ভোটে ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতার ময়ূর সিংহাসন দখল করে রেখে শেখ হাসিনা দেশকে উন্নয়নের গল্প শুনিয়ে এখন বলছে বিএনপি দুর্ভিক্ষ সৃষ্টি করবে। সরকার দুর্ভিক্ষের আগাম বার্তা দিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে— এ কথা বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনার অপশাসনে ইতোমধ্যে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটাকে লুটেপুটে খেয়ে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে তারা। তাদের এই কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে ব্যাপক গণআন্দোলন সৃষ্টি করতে হবে।

রুহুল কবির রিজভী পুনরায় জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কাল রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সারাদেশে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version