Site icon Jamuna Television

চারদিনে ইসিতে মোট ৫৬২টি আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের শেষদিন ছিল আজ শনিবার (৯ ডিসেম্বর)। শেষদিনে ইসিতে জমা পড়েছে ১৩১টি আপিল। এনিয়ে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট আবেদন জমা পড়লো ৫৬২টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকল আবেদনের যুক্তি-তর্ক শুনবেন পূর্ণাঙ্গ কমিশন। যৌক্তিক কারণ প্রমাণ করতে পারলে প্রার্থিতা ফিরে পাবেন প্রার্থীরা। যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্যান্য সংশোধনযোগ্য ইস্যু ছিল, সেগুলোর সমাধান করে আপিল করছেন প্রার্থীরা। ঋণ খেলাপির কারণে বাদ পড়া অনেকেই অর্থ পরিশোধ করে হালনাগাদ তথ্যসহ আপিল করছেন।

এর আগে, নির্বাচনে সারাদেশে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ঋণ খেলাপি, বিল বকেয়া, আয়কর রিটার্নের সত্যায়িত কপি না থাকা ও প্রার্থীদের স্বাক্ষর না মেলার মতো ইস্যুতে বাতিল হয় ৭৩১ জনের মনোনয়ন।

এসজেড/

Exit mobile version