Site icon Jamuna Television

চঞ্চল চৌধুরীর বড় ঘোষণা, আসছে ঢাকা-কলকাতার সবচেয়ে বড় সিনেমা

বাংলাদেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে এলো বড় ঘোষণা। সাম্প্রতিক সময়ে তাকে নিয়েই ঢাকা-কলকাতার সবচেয়ে বড় সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ‘দম’ নামের এই সিনেমাটির সঙ্গে জড়িত আছে দুই বাংলার তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান, যার মধ্যে আছে ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি।

গত ৯ ডিসেম্বর বিকালে রাজধানীর একটি তিন তারকা হোটেলে এই সিনেমার ঘোষণা দেয়া হয়। যেখানে চঞ্চল চৌধুরীকে ঘিরে হাজির হয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধারেরা। জানা গেছে, চঞ্চল চৌধুরীকে নিয়ে বিশাল বাজেট ও ক্যানভাসের যৌথ প্রযোজনার এই সিনেমাটি নির্মাণ করবেন রেদওয়ান রনি। অবশ্য সিনেমাটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার আগে অন্য কাস্টিং কিংবা নির্মাণ ভাবনা প্রসঙ্গে কোনো মন্তব্য মেলেনি সংশ্লিষ্টদের কাছ থেকে। সিনেমাতে নায়িকা হিসেবে থাকবেন স্বস্তিকা-সোহিনীর মতো অভিনেত্রীরা।

জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় ক্যানভাসের যৌথ সিনেমা হতে যাচ্ছে ‘দম’। সংশ্লিষ্টরা দাবি করছেন, এই সিনেমার মাধ্যমে ইতিহাসে বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।

এসজেড/

Exit mobile version