Site icon Jamuna Television

ফিলিস্তিনের সমর্থনে উত্তাল লন্ডনের রাজপথ

ফিলিস্তিনের সমর্থনে উত্তাল লন্ডনের রাজপথ। ছবি: দ্য গার্ডিয়ান।

ফিলিস্তিনের সমর্থনে আবারও উত্তাল যুক্তরাজ্য। শনিবার (৯ ডিসেম্বর) লন্ডনের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পতাকা হাতে গাজার সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানান হাজারো মানুষ। যুদ্ধ এবং ইসরায়েলবিরোধী প্ল্যাকার্ড নিয়ে প্রদর্শন করেন বিক্ষোভ। এ সময় বিক্ষোভকারীরা দাবি জানান অবিলম্বে যুদ্ধ বিরতির।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত হয় লন্ডনের রাজপথ। বিক্ষোভকারীরা তীব্র নিন্দা জানান গাজায় চলমান মানবিক বিপর্যয়ের। যুদ্ধবিরতিতে সমর্থন দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তারা।

/এআই

Exit mobile version