Site icon Jamuna Television

সাকিবের আঙ্গুলে জরুরি অস্ত্রোপচার

দেশে ফেরার পরদিনই হাতের আঙ্গুলে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই এই অলরাউন্ডার যাবেন বিদেশে।

আঙ্গুলের অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতেই হাসপাতালে ভর্তি হন সাকিব। দ্রুতই অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, আর কয়েক ঘণ্টা অপেক্ষা করলে আঙ্গুলে পচন ধরার সম্ভাবনাও ছিল। এর আগে বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান এই অলরাউন্ডার। এরপর পুরোপুরি সুস্থ না হয়েই আবারও মাঠে ফেরেন তিনি। চলতি এশিয়া কাপের প্রথম ৪ ম্যাচ খেললেও ব্যাথা বাড়ায় মাঝপথেই দেশে ফিরে আসেন সাকিব আল হাসান।

Exit mobile version