Site icon Jamuna Television

গেট আউট বলে ইসি থেকে স্বতন্ত্র প্রার্থীকে বের করে দেয়ার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানির প্রথম দিন আজ। এ দিন শুনানির আগেই এক প্রার্থীকে গেট আউট বলে ধাক্কা দিয়ে ইসি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম, কাজি এটিএম আনিসুর রহমান বুলবুল। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করেছিলেন।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানির সময় এ ঘটনা ঘটে।

আনিসুর রহমানের অভিযোগ, সময় মতো ইসিতে উপস্থিত হওয়া সত্বেও তাকে শুনানি শেষ হয়েছে বলে চলে যেতে বলা হয়েছে। তিনি বলেন, আমার উপস্থিতির সময় নির্ধারিত ছিল দুপুর ১২টায়, কিন্তু তার আগেই শুনানি হয়ে গেছে বলে চলে যেতে বলা হয়। এরপর সিইসির নির্দেশে পুলিশ গেট আউট বলে বের করে দিয়েছে।

উপস্থিতির আগেই শুনানিতে তার মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করে এই প্রার্থী আরও বলেন, তিনি এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন।

এ সময় সাথে ছিলেন প্রার্থীর আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার সাথে উচ্চস্বরে চিৎকার করে পুলিশ দিয়ে বের করে দেয়া হয়েছে। এভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটি একটি নাটক।

এটিএম/

Exit mobile version