Site icon Jamuna Television

তেলের সন্ধান মিললো সিলেট গ্যাসক্ষেত্রে

সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের একটি স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জৈন্তা-গোয়াইনঘাট অঞ্চলের ১০ নম্বর কূপে দুইমাস আগে খননকাজ শুরু হয়। এ সময় কূপের ২ হাজার ৫’শ ৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এতে কূপের ৪টি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিকভাবে যার এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। এছাড়াও সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়। অনুসন্ধান শেষ হলে তেলের পুরো মজুদ জানা যাবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী বছর থেকে আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে তেলের দাম নির্ধারণ করা হবে। যদি ২৫৪০ এবং ২৪৬০ মিটার গভীরতায় একযোগে তেল উৎপাদন করা হয় তাহলে তা প্রায় ৮ থেকে ১০ বছর চলবে। যার আনুমানিক মূল্য প্রায় ৮৫০০ কোটি টাকা। আর যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে তা ১৫ বছরের অধিক চলবে জানান তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version