Site icon Jamuna Television

আগুন সন্ত্রাসদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ভুক্তভোগীদের

আগুন সন্ত্রাসের মতো ঘৃণ্য অপরাধের সাথে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমেই এমন অপরাধ দমন সম্ভব বলেও আশা প্রকাশ করেন তারা।

রোববার (১০ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ এবং বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা এ দাবি জানান। কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে ‘মায়ের কান্না ও অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’।

এতে বিভিন্ন সময় আগুন সন্ত্রাসের কারণে আগুনে পোড়া মানুষ ও নিহতদের স্বজনরা অংশ নেন। এছাড়া ১৯৭৭ সালে বিমানবাহিনীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সদস্যের স্বজন ও ২১ আগস্টে গ্রেনেড হামলায় আহতরাও তাদের নির্মম ঘটনা তুলে ধরেন।

/এনকে

Exit mobile version