Site icon Jamuna Television

‘প্যাডকের পরিকল্পনা জানতেন না তার বান্ধবী’

স্টিফেন প্যাডক কোন ধরনের হামলা চালাতে পারে-এমন কোন আভাস পাননি বলে দাবি করেছেন তার বান্ধবী ম্যারিলিও ডেনলি। এফবিআইয়ের জিজ্ঞাসাবাদে ম্যারিলিও বলেন, লাস ভেগাস কনসার্টে হামলার ব্যাপারে কোন ধারণাই নেই তার।

হামলার দুই দিন পর, মঙ্গলবার ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছালে ডেনলিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এফবিআই। এদিকে, হামলার প্রকৃত কারণ এখনো উদঘাটন করতে পারেনি তদন্তকারীরা। গেল রোববার, মান্দালয় বে হোটেলের ৩২ তলা থেকে নির্বিচার গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যা করে বন্দুকধারী প্যাডক। বান্ধবী ডেনলির পরিচয়পত্র ব্যবহার করেই ২৮ সেপ্টেম্বর হোটেল কক্ষটি ভাড়া নেন প্যাডক। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবারই লাস ভেগাস যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Exit mobile version