Site icon Jamuna Television

রাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শরীরে রয়েছে লাল দাগ

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে তার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরের কিছু জায়গায় লাল দাগও ছিল বলে জানা গেছে।

ওই শিক্ষার্থীর নাম ফুয়াদ আল খতিব। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্রও তিনি। ফুয়াদ গাইবান্ধার সুন্দরগঞ্জের আমিনুল ইসলামের পুত্র।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান, শনিবার (৯ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে ফিরে হলের নিজের রুমেই ছিলেন ফুয়াদ। কিন্তু রোববার দুপুর পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় শিক্ষার্থীরা দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। তাকে ডাকাডাকি করার পরও কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে তার শরীর ঠাণ্ডা দেখে প্রাধ্যক্ষকে জানান শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে ফুয়াদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই শিক্ষার্থী সিঙ্গেল রুমে থাকতেন। তার রুমের দরজা খোলা ছিল। তার শরীরে লাল দাগ ছিল। আশপাশের কক্ষের কোনো শিক্ষার্থীও তার মৃত্যুর বিষয়ে কিছু জানে না।

/এনকে

Exit mobile version