Site icon Jamuna Television

জাপার সাথে আলোচনা গোপনে হয়নি, গোপনীয়তা রক্ষা করা হয়েছে: ওবায়দুল কাদের

জাতীয় পার্টির সঙ্গে আলোচনা গোপনে হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আলোচনা গোপনে হয়নি বরং গোপনীয়তা রক্ষা করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভঙ্গ করেছে। এখন তাদের মুখে মানবাধিকারের বুলি মানায় না।

ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে এদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সমসাময়িক নজির বিশ্বের কোথাও নেই।

এ সময় যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার পক্ষে যারা ভোট দেয় তাদের কাছে মানবাধিকার শেখার কিছু নেই।

এসজেড/

Exit mobile version