Site icon Jamuna Television

প্রতিমন্ত্রী ফরহাদকে অনুসন্ধান কমিটির শোকজ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মেহেরপুর করেসপনডেন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেহেরপুর-১ আসনের আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

রোববার (১০ ডিসেম্বর) মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ও নির্বাচন অনুসন্ধান কমিটির জেলা শাখার সভাপতি মো. কবির হোসেন এ কারণ দর্শনোর নোটিশ দেন।

নোটিশে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে স্বশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

নোটিশে আরও বলা হয়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গত ৯ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের শোলমারীরস্থ বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সরকারি গাড়িযোগে ও পুলিশ প্রটৌকলে জনসভায় উপস্থিত হন। যা নির্বাচনের আচরণ বিধিমালা পরিপন্থি।

/আরএইচ

Exit mobile version