Site icon Jamuna Television

আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। প্রথমদিনে ৯৪টি আবেদনের উপর শুনানি শেষে নিষ্পত্তি হয়েছে। এতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন।

রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে শুরু হয় প্রার্থীদের আপিল আবেদনের শুনানি। শুনানিতে বাতিল হয়েছে ২৮ জনের আপিল, রায়ের জন্য অপেক্ষমান আছেন ৫ জন। আপিল আবেদনের তালিকা থেকে বাদ গেছে ৬ জনের আবেদন।

প্রথম দিনে আপিল আবেদনের শুনানির মাধ্যমে যারা প্রার্থিতা ফেরত পেয়েছেন, তাদের মধ্যে আছেন, চট্টগ্রাম ৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী আব্দুচ সালাম, টাঙ্গাইল ৫ এর খন্দকার আহসান হাবীব, যশোর ১ এর জাতীয় পার্টির আক্তারুজ্জামান, খুলনা ৬ এর জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, মুন্সীগঞ্জ ১ এর মাহী বি চৌধুরী, বগুড়া ৪ আসনের আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও পাবনা-২ আসনের ডলি সায়ন্তনিসহ ৬১ জন।

মনোনয়নপত্র বাতিলের পর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বাতিল চেয়ে চারদিনে ৫৬০ আপিল জমা হয় কমিশনে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে স্বতন্ত্র ৭৪৭ জনসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র গ্রহণ ও ৭৩১টি বাতিল করে কমিশন।

এসজেড/

Exit mobile version