Site icon Jamuna Television

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ চলছে, দায়ীদের মুখোশ খুলে দেয়া হবে: ভোক্তা অধিকার অধিদফতর

ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বাজারে যারা অযৌক্তিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি করছে তাদের মুখোশ উন্মোচন করে দেয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, দ্রুত পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে সরকার।

রোববার (১০ ডিসেম্বর) সকালে টিসিবি ভবনে ব্যবসায়ীদের সাথে এক আলোচনা সভায় একথা জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, কালোবাজারি করে যারা বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়াচ্ছে তাদের মুখোশ খুলে দেয়া হবে। খুচরা ও পাইকারি ফল ব্যবসায়ীদের আমদানি করার সকল তথ্য মূল্যসহ প্যাকেটের গায়ে লিখে রাখতে হবে। বিদেশি ফলের দাম বৃদ্ধি করে যেন বাজারে বিক্রি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।

এদিকে ফল ব্যবসায়ীদের দাবি, শুল্ক বাড়ানোর কারণে অনেক সময় পণ্যের দাম বাড়াতে বাধ্য হয় সংশ্লিষ্টরা। ট্যাক্স বাড়ার কারণে মজুদ করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমদানিও কমে গেছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের।

এসজেড/

Exit mobile version