Site icon Jamuna Television

ডুবোচরে আটকা সেন্টমার্টিনগামী জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে ডুবোচরে আটকে পড়া জাহাজ থেকে ৪৪ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে ‘এম ভি গ্রিন লাইন-১’ নামের জাহাজটি ৪৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে আটকে যায়। এ সময় তারা বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।

খন্দকার মুনিফ তকি বলেন, খবর পেয়ে কোস্ট গার্ডের সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারী দল গিয়ে পর্যটকদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। যেসব পর্যটক জাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরকে সেন্টমার্টিনে নোঙ্গর করা আরেকটি জাহাজে চিকিৎসা সেবা দেয়া হয়।

এএস/এনকে

Exit mobile version