Site icon Jamuna Television

অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে: কাদের

দেশের মানুষ ভোটের প্রস্ততি নিচ্ছে। যারা আন্দোলনের নামে দেশ অচল করে দিতে চায় জনগণই তাদের অচল করে দেবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি গরিব ও দুস্থদের মাঝে রিক্সা ভ্যান বিতরণ অনুষ্ঠানে এসব একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো বিশৃঙ্খলা না থাকলেও বিশৃঙ্খলা শুধু বিএনপির কাছেই। দেশের মানুষ যখন ভোটের প্রস্তুতি নিচ্ছে তখন বিএনপি সাম্প্রদায়িকতা শুরু করেছে। অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্ঠা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Exit mobile version