বর্তমান সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান।
রোববার (১০ ডিসেম্বর) গুলশানের দলীয় কার্যালয়ে মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনএম মহাসচিব বলেন, তার দল যেকোনো মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করে বিএনএম।
ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকলে বিএনএম নির্বাচন বর্জন করবে বলেও জানান দলের মহাসচিব।
এসজেড/

