Site icon Jamuna Television

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে আলাদা দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।

লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী দুপুরের ভাত দিতে বলে গোসলের উদ্দেশ্যে বের হন। এ সময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের জন্য দেয়া বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

অপরদিকে, ভোরে জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান মোসলেম সর্দার। সেখানে বীজতলার ধান ইদুরের হাত থেকে রক্ষা করতে দেয়া বৈদ্যুতিক তারে পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়ে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

এএস/

Exit mobile version