Site icon Jamuna Television

দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট

ফাইল ছবি।

আমিন বাবু:

হঠাৎ করেই কনকনে শীত উত্তরের জেলাগুলোয়। কুড়িগ্রামের চরাঞ্চলে অনুভূত হচ্ছে হিম বাতাস। লোকালয়ে হানা দিচ্ছে ঘন কুয়াশা। শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অধিদফতর বলছে, সোমবার (১১ ডিসেম্বর) সারা দেশে তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া সকালে রাজধানীসহ প্রায় সারাদেশ ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। 

ঘূর্ণিঝড় মিগজাউমের আগে তেমন শীত দেখা যায়নি উত্তরাঞ্চলসহ সারাদেশের অধিকাংশ জায়গায়। তবে মিগজাউমের ফলে হওয়া বৃষ্টি কেটে যাওয়ার পরেই শীত জেঁকে বসেছে এসব এলাকায়। হেমন্ত শেষ হবার আগেই শুরু হয়ে গেছে মাঘের শীত।

প্রচণ্ড শীতের সাথে থাকছে কুয়াশা। দিনের বেলা অনেকটা সময়ই জুড়েই আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। কমে এসেছে দিন ও রাতের তাপমাত্রা।

হঠাৎ এমন আবহাওয়া পরিবর্তনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেখা দিচ্ছে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগবালাই। হাসাপাতালগুলোতে বাড়ছে রোগির সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্করা।

এছাড়াও উত্তরাঞ্চলের এসব এলাকায়, সূর্যাস্তের সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্টে দিন কাটছে হতদরিদ্র মানুষের। তবে জেলা প্রশাসন বলছে, শীতার্তদের সহায়তায় প্রস্তুতি আছে তাদের।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, আমাদের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। আমরা সর্বাত্মকভাবে শীতার্ত মানুষের পাছে আছি। সরকারের সবরকম প্রস্তুতি নেয়া আছে।

এদিকে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই উত্তরাঞ্চলে শৈতপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুই-এক দিনের মধ্যেই আরও হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রাও।

/এমএইচ

Exit mobile version