Site icon Jamuna Television

মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নিহতের নাম আমির হোসেন (৩২)। বিস্ফোরণে তার দেহের ৩৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রকৌশলী খায়ের গাজী (৪৪)। রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে মারা যান মো. সালাউদ্দিন (৩৮) নামের আরেকজন।

উল্লেখ্য, বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এখনও চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

/এমএইচ

Exit mobile version