Site icon Jamuna Television

চরম উত্তেজনায় ইসরায়েল-লেবানন সীমান্ত

লেবাননের আকাশে উড়ছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ছবি: রয়টার্স।

রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েল-লেবানন সীমান্ত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হিজবুল্লাহ’র মধ্যে চলছে ভয়াবহ সংঘর্ষ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণে কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ’র দাবি, গুড়িয়ে দেয়া হয়েছে হিজবুল্লাহ’র দু’টি ঘাঁটি। আইতারুন শহরে ৫টি বসতবাড়ি ধ্বংস হয়েছে।

এদিকে, ইসরায়েলের কমান্ড পোস্টে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহ’র। বিস্ফোরণে আহত ২ ইসরায়েলি সেনার অবস্থা আশঙ্কাজনক। বুরকান মিসাইল ছোঁড়ার কথাও জানায় গোষ্ঠীটি।

উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে চলছে হিজবুল্লাহর সংঘাত। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ হিজবুল্লাহ’র সদস্য ও ১৬ বেসামরিক লেবানিজের। অন্যদিকে, ইসরায়েলেও ৭ সেনা’সহ ১১ জনের প্রাণ গেছে।

/এআই

Exit mobile version