Site icon Jamuna Television

কারাবন্দি নার্গিসের পক্ষে নোবেল পুরস্কার নিলেন যমজ সন্তানেরা

কারাবন্দি নার্গিস মোহাম্মদীর পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করলেন তার দুই যমজ সন্তান কিয়ানা এবং আলি। ছবি: বিবিসি।

ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীর পক্ষে নোবেল পুরস্কার নিলেন তার দুই যমজ সন্তান কিয়ানা এবং আলি। রোববার নরওয়ের অসলোতে বসে এবারের পুরস্কার বিতরণী আসর। রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে কারাবন্দি মায়ের লিখিত বক্তব্য পড়ে শােনান নার্গিসের দুই সন্তান কিয়ানা ও আলি। বক্তব্যে নার্গিস ইরানের ‘নিপীড়ক’ সরকারের নিন্দা করেছেন।

নার্গিস জানান, তার মতো অনেক মানবাধিকারকর্মী বেঁচে থাকার জন্য দেশটিতে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। তবে ইরান সরকারের এই কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে দেশটির জনসাধারণ একদিন পরাস্ত করবে বলে আশাবাদী তিনি।

ইরানের নিপীড়িত নারীদের জন্য নার্গিস মোহাম্মদীর সংগ্রাম এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য তার যে লড়াই, তারই স্বীকৃতিস্বরূপ ১০৪তম নোবেল শান্তি পুরস্কার পেলেন নার্গিস। অনুষ্ঠানে অন্যান্য নোবেলবিজয়ীদের হাতেও তুলে দেয়া হয় পুরস্কার।

/এআই

Exit mobile version