Site icon Jamuna Television

মেট্রোরেলে চড়লেন ১০৫ মাদরাসা শিক্ষার্থী

মেট্রোরেলে ভ্রমণ করছেন ১০৫ জন মাদরাসা শিক্ষার্থী । যাদের মধ্যে ৮০ জনই কোরআনের হাফেজ। শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের এ ভ্রমণ করানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে উত্তরা-উত্তর স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। চলতি পথে, ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তাদের। চোখেমুখে ছিল আনন্দের প্রতিচ্ছবি। তাদের নিয়ে মেট্রোরেল পৌঁছায় মতিঝিল। সেখান থেকে আরেকটি মেট্রোতে করে শিক্ষার্থীদের নিয়ে রওনা দেয় উত্তরার উদ্দেশে। সব মিলিয়ে এমন আনন্দঘন মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন ক্ষুদে হাফেজরা।

বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মেট্রোরেলে চড়ার এ আয়োজন করা হয়। প্রথমবার মেট্রোতে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

এএস/

Exit mobile version