Site icon Jamuna Television

পর্যটকদের সাঁতারের সঙ্গী এক বিশাল তিমি

অস্ট্রেলিয়ার পার্থ সমুদ্র সৈকতে পর্যটকদের সাঁতারের সঙ্গী হলো এক বিশাল তিমি। ছবি: সংগৃহীত।

সৌখিন পর্যটকদের সাঁতারের সঙ্গী হলো এক বিশাল তিমি। শনিবার (৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ সমুদ্র সৈকতে দেখা যায় এ দৃশ্য। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, পর্যটকদের ধারণকৃত কিছু ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানিতে সাঁতার কাটছিলেন একদল সাঁতারু। এসময় তাদের খুব কাছে চলে আসে একটি নীল তিমি। মুহূর্তেই তিমিটির সাথে সখ্যতা হয়ে যায় সাঁতারুদের। কাছে গিয়ে তিমিটিকে আদর করেন তারা।

স্থানীয়রা জানায়, প্রথমে তারা ভেবেছিলো তিমিটি অসুস্থ হয়ে পড়েছে। তাই সৈকতের এতো কাছে চলে এসেছে। পরে তারা বুঝতে পারে তিমিটি সুস্থই আছে। জলজ এই প্রাণীটি প্রায় এক ঘন্টা ধরে সময় কাটায় পর্যটকদের সাথে। পর্যটকরাও বেশ উপভোগ করছিলেন তার সঙ্গ।

/এআই

Exit mobile version