Site icon Jamuna Television

২৮ সেপ্টেম্বর কোনো ম্যাচ জেতেনি ভারত!

আজ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত সন্ধ্যায় মাঠে নামছেন। এ নিয়ে তিনবার ফাইনাল খেলছে বাংলাদেশ। ২০১২ সালে মাত্র ২ রানে পাকিস্তানের কাছে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা ও ২০১৬ সালে ভারতের কাছে হেরেছিলো আট উইকেটে। আজ আবার সেই ভারতের মুখোমুখি বাংলাদেশ। এবার শিরোপা জয়ের আক্ষেপ ঘুচবে নাকি আরও অপেক্ষার দীর্ঘ লাইন পাড়ি দিতে হবে।

তবে বাংলাদেশের সমর্থকদের জন্য রয়েছে শুভ সংবাদ। ২৮ সেপ্টেম্বর তারিখে কোনো ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ জিতেনি ভারত। এর আগে এই দিনে ৪টি ওয়ানডে ও একটি ম্যাচ টি টোয়েন্টি খেলে ভারত। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়ায় বাতিল হলেও বাকি সবগুলি ম্যাচই হারে ভারত।

১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে, ১৯৯৭ সালে পাকিস্তানের কাছে ৫ উইকেটে, ২০১২ সালে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে (টি টোয়েন্টি), ২০১৭ সালে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হারে ভারত। এর মধ্যে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়।

তবে আজই নির্ধারিত হবে ভারত তাদের অশুভ শক্তির মায়াজাল থেকে বেরুতে পারবে নাকি বাংলাদেশ শিরোপা জয়ের আক্ষেপ ঘুচাবে।

Exit mobile version