Site icon Jamuna Television

তল্লাশির প্রয়োজনে অর্ধনগ্ন করে রাখা হয় বন্দিদের: হ্যাগারি

ফিলিস্তিনি বন্দিদের অর্ধনগ্ন করে নির্যাতন তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছবি: টাইমস অব ইসরায়েল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ছবি-ভিডিও ইস্যুতে সাফাই গাইলো ইসরায়েল। রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ’র মুখপাত্র দাবি করেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অর্ধনগ্ন করে রাখা হয়েছিল বন্দিদের।

ড্যানিয়েল হ্যাগারি আরও বলেন, ইতোমধ্যে বহু সন্ত্রাসী আত্মসমর্পন করছে। অনেকেই আবার সাথে করে লুকিয়ে বিস্ফোরক নিয়ে আসে। আগে তাদের পোশাক খুলে পরীক্ষা করে দেখা হয়, বিস্ফোরক বেল্ট পরে আছে কিনা। নিরাপত্তার স্বার্থে নিয়মিতই করা হয় এটা। পরীক্ষা-নিরীক্ষার পর পোশাক পরতে দেয়া হয় তাদের।

উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে চলছে হিজবুল্লাহর সংঘাত। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ হিজবুল্লাহ’র সদস্য ও ১৬ বেসামরিক লেবানিজের। অন্যদিকে, ইসরায়েলেও ৭ সেনা’সহ ১১ জনের প্রাণ গেছে।

/এআই

Exit mobile version