Site icon Jamuna Television

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে: ভোক্তা মহাপরিচালক

পেঁয়াজ কাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান তিনি।

সোমবার (১১ ডিসেম্বর) টিসিবি ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালত দেখে পালালেন পেঁয়াজ ব্যবসায়ীরা

তিনি আরও জানান, পেঁয়াজ সিন্ডিকেটে যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুদদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেয়া হচ্ছে।

এ সময়, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার আশ্বাসও দেন তিনি।

/এমএইচ

Exit mobile version