
টানা দ্বিতীয় দিনের মতো বাতাসের গুণগত মানের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই সূচক থেকে এ তথ্য জানা যায়।
সূচকে দেখা যায়, আজ ঢাকার বায়ুর মানের স্কোর ৩১৬। এই স্কোর নির্দেশ করে, নির্দিষ্ট ওই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। এ তালিকায় ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি।
এর আগে রোববার সকালেও ঢাকা দূষণের তালিকায় প্রথম স্থানে ছিল। প্রতি মুহূর্তে বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে।
এসজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply