Site icon Jamuna Television

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ; থাকছে ‘সেকেন্ড টাইম’

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ মার্চ। তিনটি ইউনিটের পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত। সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৮ জানুয়ারি থেকে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ রাখা হয়েছে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।

/এনকে

Exit mobile version