Site icon Jamuna Television

ফরিদপুরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারা বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ‍উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আনোয়ারা বেগম (৫০) কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী।

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, আনোয়ারা বেগমের সাথে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির আতিয়ার শেখের বিরোধ চলছিলো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে আনোয়ারার সাথে আতিয়ার শেখের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিয়ার শেখ এসে আনোয়ারাকে পিটিয়ে গুরুতর আহত করে।

তিনি আরও জানান, প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আহত ওই নারীকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version