Site icon Jamuna Television

কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বৈধ: সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাংবিধানিকভাবে বৈধ ঘোষণা করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। সোমবার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দেন। এর মাধ্যমে আবারও রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে জম্মু-কাশ্মির। খবর রয়টার্সের।  

চার বছর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের বিলে অনুমোদন দেন দেশটির রাষ্ট্রপতি। জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গত কয়েক বছর শীর্ষ আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছিল। 

সোমবারের রায়ে সুপ্রিম কোর্ট জানান, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ছিল একটি অস্থায়ী ব্যবস্থা। ভারতে অন্তর্ভুক্তির সময়েই জম্মু-কাশ্মির তার সার্বভৌমত্বের অধিকার হারিয়েছিল। রায়ে আরও বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে জম্মু-কাশ্মিরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। সে লক্ষ্যে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচন আয়োজনের নির্দেশও দেয়া হয়।

উল্লেখ্য, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ৭৫ বছরের বেশি সময় ধরে একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদ চলছে। এরপর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ রাজ্য মর্যাদা বিলোপ করা হয়। একইসাথে জম্মু-কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে গড়ে তোলা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল।

/এএম

Exit mobile version