Site icon Jamuna Television

২০ ডিসেম্বর থেকে আ.লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু: ওবায়দুল কাদের

২০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে যৌথসভা শেষে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭ জানুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জিং সময়। এই সময়কে অতিক্রম করতে হবে।

নেতা কর্মীদের নির্বাচন উপলক্ষ্যে আচরণ বিধি মেনে মাঠে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকঢোল পিটিয়ে আসন বণ্টনের আলোচনা হবে না। ১৭ তারিখের মধ্যে আসন বণ্টন নিয়ে সবকিছু জানা যাবে।

তিনি আরও বলেন, দলের সভাপতি স্বতন্ত্র নির্বাচনের সুযোগ দিয়েছেন। তবে ভোট নিয়ে কাউকে গায়ের জোর না খাটানোর আহ্বানও জানান তিনি।

এ সময় নির্বাচন বিরোধী শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণকে নিয়ে এদের প্রতিহত করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব তারা পালন করবে। আমরাও সতর্ক থাকবো। কারণ এই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন, সমৃদ্ধি অব্যাহত রাখার নির্বাচন।

এসজেড/

Exit mobile version