Site icon Jamuna Television

বিজয় দিবসে সবার জন্য উন্মুক্ত সকল সাফারি-ইকোপার্ক, লাগবে না টিকিট

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সকল সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান ও ইকোপার্কগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর ফলে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বন অধিদফতরের নিয়ন্ত্রণে পরিচালিত এসব দর্শনীয় স্থান বিনা টিকিটে পরিদর্শন করতে পারবেন সাধারণ মানুষ।

সোমবার (১১ ডিসেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে গৃহীত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসের এক গৌরবদীপ্ত দিন। বিজয়ের এ দিন উদযাপনে মন্ত্রণালয়ের অধীন দফতর সংস্থাসমূহের ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হবে।

বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ও সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

এসজেড/

Exit mobile version