Site icon Jamuna Television

গাজীপুরে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে কারখানার দমকল কর্মী নিহত, আহত আরও ১

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে অগ্নিনির্বাপক যন্ত্র পরীক্ষা-নিরীক্ষার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন আব্দুস সাত্তার (৫০) নামে এক শ্রমিক। আহত হয়েছেন আরও একজন। নিহত আব্দুস সাত্তার ওই কারখানার দমকল কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর তিস্তার গেট এলাকায় আনোয়ার সিল্ক মিলস লিমিটেড নামের একটি কারখানার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার নেত্রকোণা জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে ওই কারখানার শ্রমিক কলোনিতে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) পরীক্ষা করছিলেন আব্দুস সাত্তার। এসময় প্রচণ্ড শব্দে যন্ত্রটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে আব্দুস সাত্তার ও তৌহিদুল আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তারের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, টঙ্গীতে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আব্দুস সাত্তার মারা গেছেন। বিষয়টি টঙ্গী পূর্ব থানায় জানানো হয়েছে।

এসজেড/

Exit mobile version