Site icon Jamuna Television

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. মহিউদ্দিন আহমেদ বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রায় দেড় বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে (চুক্তিভিত্তিক) দায়িত্ব পালন করছেন। গত বছরের ১ নভেম্বর ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মহিউদ্দিন আহমেদ।

/এএম

Exit mobile version