
গাজীপুরের বোর্ড বাজারে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, ১১টার দিকে নিচতলার একটি সেকশনে হঠাৎ আগুন লাগে। দ্রুতই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে গেছে বেশকিছু মালামাল ও মূল্যবান যন্ত্রপাতি।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply