Site icon Jamuna Television

৬ বছরে ‘বিরুস্কা’ জুটি

ষষ্ঠ বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম আনন্দঘন মুহূর্ত শেয়ার করেন 'বিরুস্কা' জুটি। ছবি: হিন্দুস্তান টাইমস।

সালটা ছিলো ২০১৭। ইতালিতে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এরপরই ভক্তরা ভালবেসে এই জুটিকে নাম দিয়েছে ‘বিরুস্কা’। মাঝে কেটে গিয়েছে ছয়টা বছর। সোমবার (১১ ডিসেম্বর) ষষ্ঠ বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম আবেগঘন পোস্ট শেয়ার করেন বিরাট পত্নী আনুশকা। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিবাহবার্ষিকীর দিনে স্বামীর সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন আনুশকা। তাদের দু’জনের পরনেই ছিল ম্যাচিং কালো পোশাক।

আনুশকা পোস্টে লিখেন, ভালোবাসায় পরিপূর্ণ একটি দিন কাটল পরিবার এবং বন্ধুদের সঙ্গে। ইনস্টাগ্রামে পোস্ট করতে দেরি করে ফেললাম কী? ৬ বছর পূর্ণ হল আমার প্রিয়জনের সঙ্গে।

এদিকে আনুশকার পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। সাউথের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লেখেন,পছন্দের জুটিকে শুভ বিবাহবার্ষিকী।

এদিকে, নিজের ভালবাসা প্রকাশ করতে পিছিয়ে ছিলেন না কোহলিও। স্ত্রীকে অনুসরণ করলেন ইনস্টাগ্রামে। ছবি পোস্ট দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, আনুশকা কোহলির পিছনে লুকিয়ে তাকে জড়িয়ে ধরে আছেন।

/এআই

Exit mobile version