Site icon Jamuna Television

‘শহরের বাইরেও মানুষ থাকে’, চিকিৎসকদের উপজেলা পর্যায়ে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের উপজেলা পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেছেন, ঢাকা শহরই সব কিছু নয়। দেশের বেশিরভাগ মানুষই শহরের বাইরে বাস করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মহাখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি প্রয়োজন ছাড়া সিজার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখন বেশিরভাগ ডেলিভারি হচ্ছে ঘরে। এ কারণে যেকোনো জরুরি পরিস্থিতিতে মা ও শিশুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা বাড়াতে হবে, যাতে মায়েরা হাসপাতালে প্রসব সেবা নেয়।

জাহিদ মালেক আরও বলেন, মুনাফার জন্য সিজারের প্রবণতা খুব খারাপ। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকার ৬ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসজেড/

Exit mobile version