Site icon Jamuna Television

আফ্রিকার সেরা খেলোয়াড় ওসিমহেন

ছবি: সংগৃহীত

২০২৩ সালে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন মরক্কোর ইয়াসিন বোনো।

সোমবার (১১ ডিসেম্বর) মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে সেরাদের নাম ঘোষণা করা হয়।

গত মৌসুমে নাপোলিকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওসিমহেন এই পুরস্কার পাওয়ার পথে হারিয়েছেন পিএসজি ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুল ও মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহকে।

আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ওসিমহেনের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। তিনি বলেন, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেয়ার জন্য, উৎসাহ দেয়া ও পাশে থাকার জন্য।

অন্যদিকে, গত বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। এই আফ্রিকান দেশটিকে সেমিফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন গোলকিপার ইয়াসিন বোনো। আফ্রিকার সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন বোনো। মরক্কো ফুটবল দলকে সেরা দল ও মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই হয়েছেন সেরা কোচ।

/আরআইএম

Exit mobile version