Site icon Jamuna Television

পাঁচ দিন বন্ধ সাজেক দর্শন

তিন দিনের সফরে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর সেখানে অবকাশ যাপন করবেন তিনি। ফলে নিরাপত্তার স্বাথে খাগড়াছড়ির সাজেকের সকল রিসোর্ট, কটেজ ও ব্যবসা প্রতিষ্ঠান আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সাজেক কটেজ মালিক সমিতি।

সাজেকের খাসরাং হিল রিসোর্টে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং রিসোর্ট ও কটেজ মালিক সমিতির নেতাদের মধ্যে এক জরুরি বৈঠকে রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাজেকের রিসোর্ট ও কটেজ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতির ব্যক্তিগত সফরে নিরাপত্তার কথা মাথায় রেখে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নতুন করে কোনো বুকিং নেয়া হচ্ছে না। আর যারা আগেই এই দিনগুলোতে বুকিং করেছেন, তাদের রিসিডিউল করে দেয়া হচ্ছে। অর্থাৎ এই তারিখের পরিবর্তে তাদের বুকিংয়ের দিন ২২ ডিসেম্বরের পরে করে দেয়া হচ্ছে।

এসজেড/

Exit mobile version