Site icon Jamuna Television

অধিনায়কের বেশেই বাইশ গজে ফিরছেন পন্ত

ছবি: সংগৃহীত

২০২৪ আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন ঋষভ পন্ত। সোমবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

তারা জানায়, তার ফ্র্যাঞ্চাইজি দল ‘দিল্লি ক্যাপিটালস’ আশা করছে, আগামী ফেব্রুয়ারির আগেই পুরোপুরি সুস্থ হয়ে আইপিএলে ফিরবেন ঋষভ পন্ত। দিল্লির অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

আইপিএলের গত আসর খেলতে পারেননি পন্ত। আসন্ন আসরে ফিরলেও তিনি কিপিং করতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে পন্তের দল তাকে অধিনায়ক ও ব্যাটার ভূমিকায় দলে পেলেই বর্তে যাবে। দিল্লি ক্যাপিটালসের এক অফিশিয়াল জানিয়েছেন, পন্ত কিপিং করতে না পারলে অবশ্যই মাঠে থাকবে এবং অধিনায়কত্ব করবে।

উল্লেখ্য, ২০২২ সালে ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার শিকার হন ঋষভ পন্ত। এরপর থেকে এখন পর্যন্ত কোনো প্রকার ক্রিকেটে দেখা যায়নি ভারতের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে। অংশ গ্রহণ করতে পারেননি ২০২৩ সালের কোনো সিরিজ বা টুর্নামেন্টে। ২০২২ সালের ডিসেম্বরে মিরপুর টেস্টে ভারতের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই হার্ডহিটার ব্যাটার।

/এএম

Exit mobile version