Site icon Jamuna Television

নির্বাচন সংক্রান্ত মামলা পরিচালনায় হাইকোর্টে দুটি বেঞ্চ গঠন

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে হাইকোর্টে দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট দফতর আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবীরকে একটি বেঞ্চের দায়িত্ব দেয়া হয়েছে। অন্য একটি বেঞ্চের দায়িত্ব দেয়া হয়েছে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চকে।

প্রার্থিতা ফিরে পেতে যে সকল প্রার্থীরা হাইকোর্টে রিট করেছেন, তাদের নির্বাচন সংক্রান্ত সকল মামলা শুনবেন এ দুটি বেঞ্চ। রিটার্নিং কর্মকর্তা যে সমস্ত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছেন, তারা আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। সেখানেও যাদের প্রার্থিতা বাতিল হয় তারাই আপিল করেছেন হাইকোর্টে। এখন পর্যন্ত ২২ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন।

/এমএন

Exit mobile version