Site icon Jamuna Television

পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে আটক নারী

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে ট্রাফিক পুলিশের এক সদস্যকে লাথি মেরে লাঞ্ছিত করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর গনক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারীর নাম রানী (৪৫)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ট্রাফিক কনস্টেবল বজলু গনক পাড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় রিকশায় থাকা রানী নামের ওই নারী ব্যারিকেড অতিক্রম করে যেতে চাইলে তাকে বাধা দেন বজলু। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য বজলুকে লাথি মারেন ওই নারী। পরে ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট থানায় খবর দিলে বোয়ালিয়া থানা পুলিশ যাত্রী রানীকে আটক করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, পাবনা মানসিক হাসপাতালে রানী চিকিৎসা নিচ্ছেন বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত নারী মানসিকভাবে অসুস্থ।

আরএইচ/এএম

Exit mobile version