Site icon Jamuna Television

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

তিন দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর রাঙ্গামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা প্রশাসন, রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই ৫ দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানানো হয়েছিল।

/এএম

Exit mobile version