সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর বাঁধের ৫শ’ মিটার অংশ ধসে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, উপজেলার জোতপাড়া অংশে হঠাৎ ভাঙন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। নদীতীরের ২০টি বসতঘরও চলে যায় নদীগর্ভে। ভাঙন ঠেকাতে এরইমধ্যে ফেলা শুরু হয়েছে জিওব্যাগ।
চৌহালী সদরের পৌনে চার কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া তিন কিলোমিটার মিলে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে, ১২২ কোটি টাকার তীর সংরক্ষণের কাজ শেষ হয় গতবছর। ভাঙন সেই প্রকল্পের কিছুটা দূরে হয়েছে বলে জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ড।

