Site icon Jamuna Television

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারারক্ষী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গাঁজাসহ প্রবেশের দায়ে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তাকে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কারারক্ষীর নাম সোহেল রানা (২৭)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, কারাগারে প্রবেশের সময় সোহেল রানাকে কারারক্ষীরা আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে সোহেল রানার ব্যবহৃত একটি ট্রাংক থেকে ৮৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত ১১টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরএইচ/এটিএম

Exit mobile version