Site icon Jamuna Television

রোববারই বিএনপির জনসভা হবে: মওদুদ

শনিবার অনুমতি না পেলে বিএনপি রবিবারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এক কথা জানান।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ায় ভয় পেয়ে, আওয়ামী লীগ নেতারা এখন গালিগালাজ করছেন। নির্বাচনের আগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এর আগে নয়া পল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সমাবেশ করা থেকে পিছিয়ে আসবে না বিএনপি। শনিবার না হলেও রবিবার সমাবেশ করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন,আওয়ামী লীগ হলো জনগনের সাথে প্রতারণাকারী দল,চোরদের রক্ষা করাই এই সরকারের ধর্ম।

Exit mobile version