Site icon Jamuna Television

গাজীপুরে ৭ বগি লাইনচ্যুত: গ্যাস সিলিন্ডার দিয়ে কেটে ফেলা হয়েছে রেললাইন

গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্যাস সিলিন্ডার দিয়ে রেললাইন কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ জন। আহত হয়েছেন ১০-১২ জন। জানা গেছে, নিহত ওই ব্যক্তি পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহলগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন ভাওয়াল রেলস্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ারসার্ভিস।

এসজেড/

Exit mobile version